বরিশাল

বরিশালে বজ্রপাতে শ্বশুর-জামাতার মৃত্যু

By admin

March 27, 2023

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: বরিশালের মেহেন্দিগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শ্বশুর ও জামাতার মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মার্চ) ভোর রাতে উপজেলার গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) মো. ফারুক হোসেন।

 

 

নিহতরা হলেন— উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে শহীদ বিশ্বাস (৬৯) এবং তার জামাতা মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খাঁ গ্রামের শহীদ বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২)।

 

 

নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) মো. মারুফ হোসেন জানান, ভোর রাতে ডিঙ্গি নৌকায় শ্বশুর ও জামাতা গজারিয়া নদীতে মাছ শিকার করতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়। এর মধ্যে ভোর রাতের দিকে নৌকায় শহীদ বিশ্বাসের ঝলসানো লাশ পায় জেলেরা। আর সকালে জেলেদের জালে আটকা পড়ে রাসেলের লাশ।

 

 

পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা।