বরিশালে ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২২

বরিশালে ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা
নিউজটি শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের রায়পুরা এলাকায় কলেজ ছাত্রী মায়া বেপারী (২১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

 

মায়া ওই এলাকার স্বপন বেপারীর মেয়ে এবং স্থানীয় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

 

 

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান মায়ার পরিবারের স্বজনের বরাত দিয়ে বরিশালটাইমসকে জানান, প্রেম ঘটিত বিষয় নিয়ে গত কয়েকদিন সে মর্মাহত ছিলো। তবে সে বিষয়ে তাদের কাছে কিছুই জানায়নি। বিভিন্ন মাধ্যমে তারা বিষয়টি জানতে পেরেছে। বুধবার রাতের কোন এক সময় ঘরের বারান্দার আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বারান্দায় কিছু একটা হয়েছে টের পেয়ে পরিবারের সদস্যরা বের হয়ে মায়াকে ঝুলতে দেখে তড়িঘরি করে নামিয়ে আনেন। কিন্তু এর আগে মায়া মারা যায়।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

ওসি আরও জানান, পরবর্তীতে বিষয়টি জানতে পেরে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়। আজ সকালে মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হবে।’


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ