বরিশাল

বরিশালে প্রতারণার মামলায় শিক্ষক জেলহাজতে

By admin

September 16, 2020

 

চেক প্রতারণা মামলায় বরিশালের মুলাদী উপজেলার ৯৩নং পশ্চিম কমিশনার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খুরশিদা আক্তার হ্যাপিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

 

ওয়ারেন্ট জারির পর মঙ্গলবার বরিশাল আদালতে হাজিরা দিতে গেলে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত।

 

এর আগে গত ২৯ জানুয়ারি মামলা করেন একই স্কুলের সহকারী শিক্ষক মিনারা আক্তার লিপি।

 

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর বাদীর গ্রামের বাড়ি উপজেলা চরলক্ষীপুর গ্রামে এসে ধারে ৩ লাখ টাকা নেয় সহকারী শিক্ষক খুরশিদা আক্তার হ্যাপি। পরে পাওনা টাকা চাইলে বাদীকে ৩ লাখ টাকার একটি চেক প্রদান করলে ব্যাংক সেটি ডিজঅনার করে। পরে চলতি বছরের ২৯ জানুয়ারি একটি চেক প্রতারণা মামলা দায়ের করা হয়। এ মামলায় ওয়ারেন্ট জারি হলে আসামি পালাতক থাকেন।

 

সর্বশেষ গত মঙ্গলবার বরিশাল আদালতে হাজির হয়ে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেন।