বরিশালে পুরোনো মাংসে রক্ত মিশিয়ে বিক্রি করতেন তিনি

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২২

বরিশালে পুরোনো মাংসে রক্ত মিশিয়ে বিক্রি করতেন তিনি
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ফ্রিজে সংরক্ষণ করা গরুর মাংসে রক্ত মিশিয়ে টাটকা বলে বিক্রির অপরাধে বাদল সরদার নামে একজনকে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে তাকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন।

 

 

বাদল সরদার গৌরনদী পৌরসভা লাখেরাজ কসবা এলাকার বাসিন্দা। দুপুরে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

 

 

ইউএনও সাখাওয়াত হোসেন বলেন, ‘আজ সকালে বাজারে এসে পুরোনো মাংসে রক্ত মেশাচ্ছিলেন বাদল। বিষয়টি স্থানীয়রা দেখে মোবাইল ফোনে আমাকে অবহিত করেন। তাৎক্ষণিক ওই বাজারে অভিযান চালিয়ে হাতেনাতে বাদলকে আটক করে কার্যালয়ে নিয়ে আসা হয়। এরপর আদালত বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে পুরনো মাংস তাজা করতে রক্ত মেশাচ্ছিলেন বলে স্বীকার করেন। এই অপরাধে তাকে একমাসের কারাদণ্ড দিয়ে আগৈলঝাড়া থানা পুলিশে সোপর্দ করা হয়। সেখান থেকে দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’

 

বরিশাল/নবকন্ঠ২৪


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ