বরিশালে চরবাড়িয়ার কাগাশুরায় একটি পুকুর থেকে জুম্মান মল্লিক নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । বুধবার (২০ অক্টোবর) সকালে কাগাশুরার কুডির ”খা” পোল সংলগ্ন ২ নং মুকুন্দপট্টি গ্রামের মল্লিক বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জুম্মান মল্লিক (৩২) ২ নং মুকুন্দপট্টি গ্রামের ইউসুব মল্লিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।
স্থানীয় ইউপি সদস্য ইমরান হোসেন সোহাগ জানান, বুধবার সকালে পুকুরে মুখ ধুতে গেলে পানিতে জুম্মানের ভাসমান অবস্থায় দেখতে পান তার মা মঞ্জুরা বেগম। তখন তিনি ডাক চিৎকার শুরু করলে বাড়ির লোক জন ছুটে এসে জুম্মানের লাশ উদ্ধার করেন।
তবে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন কাউনিয়া থানা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, খবর শুনে এসি স্যারসহ আমরা ঘটনাস্থলে এসেছি। তবে তদন্ত শেষ না হাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না মৃত্যুর রহস্য। নিহতর লাশটি উদ্ধার করে ময়না তদন্তর জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।