বরিশালে পিস্তল ঠেকিয়ে কাউন্সিলর প্রার্থীকে মারধরের অভিযোগ

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জুন ৪, ২০২৩

বরিশালে পিস্তল ঠেকিয়ে কাউন্সিলর প্রার্থীকে মারধরের অভিযোগ
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাকিল হোসেন পলাশকে শরীরে পিস্তল ঠেকিয়ে মারধর ও তার নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিয়াদ হোসেন সাজনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবা‌দে পু‌লিশ কমিশনারের কার্যালয় ঘেরাও ক‌রে‌ছেন পলা‌শের সমর্থকরা। রোববার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর রিফিউজি কলোনিতে এ ঘটনা ঘটে।

 

 

কাউন্সিলর প্রার্থী শাকিল হোসেন পলাশ অভিযোগ করে বলেন, দুপুরে আমার নির্বাচনী কার্যালয় থেকে প্রচারণায় বেড় হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। সাড়ে ১২টার দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঠেলাগাড়ি প্রতীকের রিয়াদ হোসেন সাজন ভাড়াটে সন্ত্রাসী বাবুনি, রুবেল, হিরা, রাজন ও নাসির এসে আমার ওপর হামলা চালায়। তারা দুই পাশ থেকে শরীরে দুটি পিস্তল ঠেকিয়ে টিফিন ক্যারিয়ার দিয়ে পিটিয়ে জখম করেন। এমনকি পিস্তল দিয়েও আমাকে আঘাত করেন। ওয়ার্ডে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে এলাকাছাড়া করতে এই হামলা চালানো হয়েছে।

 

 

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪ নং ওয়ার্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ত‌বে অভি‌যোগ সম্প‌র্কে পলা‌শের প্রতিদ্ব‌ন্দ্বী প্রার্থী সাজ‌নের কো‌নো বক্তব্য পাওয়া যায়‌নি।

 

 

এদিকে পলাশকে মারধরের ছড়িয়ে পড়লে তার সমর্থকরা জড়ো হয়ে মিছিল নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করেন। পরে পুলিশ কমিশনারের আশ্বাস পেয়ে পলা‌শের সমর্থকরা পুনরায় ওয়ার্ডে ফিরে আসেন।

 

 

পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ১৪ নং ওয়ার্ডে একজন প্রার্থীকে মারধরের অভিযোগ নিয়ে এলাকাবাসী আমার কাছে এসেছিলেন। আমি তাদের বক্তব্য শুনেছি। আমি আশ্বস্ত করেছি যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে খুব দ্রুতই আনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ