বরিশাল

বরিশালে পাঁচ জামায়াতের নেতা আটক

By admin

June 10, 2023

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: বরিশাল নগর থেকে জামায়াতের ৫ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জুন) দিনগত গভীর রাতে তাদের আটক করা হয় বলে মহানগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন।

 

 

আটককৃতরা হলেন- নগরী কাউনিয়া থানা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, নগরীর চার নম্বর ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম, পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি ফেরদৌস গাজী, একই ওয়ার্ডের সেক্রেটারি মো. ইব্রাহিম ও সক্রিয় কর্মী সাইফুল ইসলাম।

 

 

শনিবার (১০ ‍জুন) বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, নগরের কাউনিয়া সাধুর বটতলা এলাকার হাওলাদার মঞ্জিলের দোতলায় একটি বাসায় জামায়াতের নেতারা গোপন বৈঠক করেছিলেন। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।

 

 

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বলে জানিয়েছেন ওসি।