ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩
মুরাদ হোসাইন, বরিশাল:: নৌ পুলিশ বরিশাল অঞ্চলের অভিযানে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল, বেহুন্দি জাল ও জাটকা জব্দ করা হয়েছে। এ সময় ৭ জেলেকে গ্রেফতার করে নৌ পুলিশ। গতকাল বুধবার (১২ এপ্রিল) সকাল ৬টায় কীর্তনখোলা ,কালা বদর নদীসহ বরিশাল অঞ্চলের বিভিন্ন পয়েন্টে জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা হয়।
এ সময় বরিশাল অঞ্চলের নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের নৌ পুলিশের টিম বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে মোট ২০,৬৫, ২০০ মিটার অবৈধ জাল, ৭১৫ কেজি জাটকা জব্দ করেছে।
বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নেতৃত্বে , অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির ও সহকারী পুলিশ সুপার মোঃ দীন-ই- আলম (সার্কেল) এর তদারকিতে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের বিভিন্ন টিম এ অভিযান পরিচালনা করেন।
বরিশাল অঞ্চলের পুলিশ সুপার মোঃ কফিল উদ্দীন জানান, বুধবার কীর্তনখোলা ,কালা বদরসহ বিভিন্ন নদীতে নৌপুলিশ বরিশাল অঞ্চলের বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করে। এসময় ৭১৫ কেজি জাটকা এবং একটি ট্রলারসহ ৭ জেলেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো কতৃপক্ষের নির্দেশনায় বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়েছে। এ ঘটনায় নৌ পুলিশের পক্ষথেকে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, জাটকা বিরোধী ও অবৈধ জাল বন্ধে এ অভিযান চলমান থাকবে। এছাড়াও বরিশাল নৌ পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযানসহ নৌ পথে সকল প্রকার অপরাধ দমনে সচেষ্ট রয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক