বরিশালে নিখোঁজ শাওনের ভাসমান লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫

বরিশালে নিখোঁজ শাওনের ভাসমান লাশ উদ্ধার
নিউজটি শেয়ার করুন

 

বরিশালের আড়িয়ালখাঁ নদ থেকে শাওন মাতুব্বর (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে গৌরনদী-মুলাদীর হোসনাবাদ খেয়াঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

 

 

শাওন মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের রতন মাতুব্বরের ছেলে। গত সোমবার সকাল ৯টার দিকে হোসনাবাদ খেয়া পারাপারের সময় আড়িয়ালখাঁ নদে পড়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। এর ৩০ ঘণ্টা পর লাশ ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠান।

 

হোসনাবাদ এলাকার খেয়াচালক মো. সোবাহান মাঝি জানান, শাওন মাতুব্বর খেয়ায় উঠতে গিয়ে পা পিছলে নদে পড়ে যান। মুহূর্তের মধ্যে তিনি তলিয়ে যান। ওই সময় দু-একজন যাত্রী তাঁকে ধরার চেষ্টা করেও নাগাল পাননি। পরে গৌরনদী ফায়ার সার্ভিস ও থানা-পুলিশে খবর দেওয়া হয়।

 

 

গৌরনদী থানার ওসি বলেন, গৌরনদী ফায়ার সার্ভিসকর্মী ও বরিশালের ডুবুরিরা নদে খোঁজ করে শাওনের সন্ধান পেতে ব্যর্থ হন। পরে লাশ ভেসে উঠলে উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ