ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২১
বরিশাল বেলতলা ফেরিঘাটের পন্টুন থেকে কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ চা দোকানি শাহিন খলিফার লাশ একদিন পর উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে নগরীর ভাটারখালসংলগ্ন কীর্তনখোলা নদী থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
শাহিন খলিফা (৩৫) বরিশাল সদর উপজেলার চরমোনাইন ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকার মৃত আছমত আলী খলিফার ছেলে এবং ওই এলাকাতে তার চায়ের দোকান ছিল।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, দোকানের মালামাল কিনতে শুক্রবার সকালে বাড়ি থেকে বরিশালে যান শাহিন। বেলতলা ফেরিঘাটের পন্টুনের মাথায় খেয়ার অপেক্ষায় ঘুমঘুম ভাব নিয়ে বসে ছিলেন তিনি। হঠাৎ পন্টুন থেকে নদীতে পড়ে যান তিনি। এরপর কাউনিয়া থানা পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের লোকজন কীর্তণখোলা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।
ফায়ার সার্ভিসের নৌস্টেশন কর্মকর্তা শারাফাত বলেন, শুক্রবার খোঁজাখুজি করে না পাওয়া গেলেও শনিবার সকালে একটি লাশ ভাসতে দেখে ভাটারখাল এলাকার লোকজন। এরপর খবর পেয়ে লাশটি উদ্ধার করা হলে শাহিন খলিফার মৃতদেহ বলে নিশ্চিত হয়েছি আমরা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক