বরিশাল

বরিশালে দুই সন্তানের জনকের আত্মহত্যা

By admin

February 18, 2022

 

পারিবারিক কলহের জেরে বরিশালে দুই সন্তানের বাবা রুবেল গাজি (৩৬) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর কাউনিয়া এলাকার আলমাদানি সড়কে ভাড়া বাসায় আত্মহত্যা করেন তিনি।

 

খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠিয়েছে।

 

মৃত রুবেল গাজি মেহেন্দিগঞ্জ উপজেলার চর ভোলানাথ গ্রামের বাসিন্দা আবুল গাজির ছেলে। তিনি পরিবারের সঙ্গে বরিশাল নগরীর আলমাদানি সড়কে ভাড়া থাকতেন। রুবেল পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

 

রুবেলের স্বজনরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন রুবেল। বিষয়টি টের পেয়ে থানা পুলিশে খবর দেন তারা।

 

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজান মোল্লা বলেন, আমরা আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে।

 

এসআই মিজান বলেন, পারিবারিক কলহের কারণেই আত্মহত্যা করেছেন রুবেল গাজি।