ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক॥ পর্যটকদের গাড়ি আটকিয়ে ঘুষ বাণিজ্যের দায়ে বরখাস্ত হওয়া এসআই মেহেদি এবার এক তরুণীরকে জিম্মি করার অভিযোগে গ্রেফতার হয়েছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার বরখাস্ত হওয়া এসআই মেহেদির বিরুদ্ধে এক নারীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, কোতোয়ালি মডেল থানার বরখাস্ত হওয়া এসআই মেহেদি এক তরুণীর অশ্লীল ভিডিও ও ছবিকে জিম্মি করে তাকে নানাভাবে কুপ্রস্তাব দিচ্ছিলেন।
সেই ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করলে (১৫ নভেম্বর) মঙ্গলবার এসআই মেহেদিকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার গ্রেফতার হওয়া এসআই মেহেদিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বাজার রোড এলাকা থেকে মেহেদীকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, কিছুদিন আগে ধর্ষণ মামলায় আটক হয়েছিলেন বরিশাল কোতয়ালী মডেল থানার নানীবুড়ি ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল বাসার।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক