বরিশাল

বরিশালে ডেঙ্গু মশা নিয়ে যুবকের মানববন্ধন

By admin

June 17, 2023

 

ডেঙ্গু মশার প্রকোপ থেকে রক্ষায় জনসাধারণকে সচেতনে প্রতীকি মশা নিয়ে বরিশালে মানববন্ধন করেছেন জেলায় জেলায় ঘুরে বেড়ানো অঙ্গন শিল্পী যুবক সাইফুল্লাহ নবীন।

 

 

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৭ জুন) দুপুরে তিনি নগরীর সদর রোডে মানববন্ধন করেন। শিশু সংগঠন ও প্রকাশনা প্রতিষ্ঠান ‘শিশু স্বপ্ন’ ব্যানারে তিনি এই কর্মসূচি করেছেন।

 

 

এসময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের উদ্দেশ্যে জনসচেতনতা মূলক বক্তৃতা দেন। সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন নবীন। এসময় তিনি ‘ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু মশা ধ্বংস করুন’ সম্বলিত ফেস্টুন নিয়ে অবস্থান করেন।

 

 

এসময় নবীনের সঙ্গে সংহতি প্রকাশ করেন বরিশাল মহানগর কলেজের অধ্যাপক সোয়েব তালুকদার, লেখক সাব্বির আহমেদ। পাশাপাশি একাত্মতা প্রকাশ করেন বরিশালের সচেতন মহল।

 

 

নবীন বলেন, বর্তমান বাংলাদেশের এক অন্যতম আতঙ্কের নাম হচ্ছে ডেঙ্গু। সাম্প্রতিক সময়ে দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। মূলত এডিস এজিপ্টি নামক এক জাতের মশার কামড় থেকে হয় এ রোগ। ছোট কালো রং, পায়ের সাদা এবং শরীরের রূপালি সাদা ব্যান্ড দেখে এদের শনাক্ত করা যায়। ফেলে রাখা টায়ার, প্লাস্টিকের ড্রাম, ফুলের টব, ডাবের খোসা, দীর্ঘদিন পাত্রে জমে থাকা পানির মধ্যে বংশ বিস্তার করতে পছন্দ করে এ মশা। তাই ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। এসময় তিনি নিজ বাসাবাড়িসহ নগর পরিষ্কার রাখার দাবি জানান।