বরিশালে ‘জিন ছাড়াতে গিয়ে যুবককে গলাটিপে হত্যা

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২১

বরিশালে ‘জিন ছাড়াতে গিয়ে যুবককে গলাটিপে হত্যা
নিউজটি শেয়ার করুন

 

বরিশালের হিজলায় জিন ছাড়াতে গিয়ে দুই সন্তানের জনক এক যুবককে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুই ‘ভন্ড ফকির’কে আটক করেছে স্থানীয়রা।

 

সোমবার বিকালে উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামে এই ঘটনায় নিহত যুবকের নাম রাসেল ঘরামী। সে ওই এলাকার আলমগীর ঘরামীর ছেলে এবং দুই সন্তানের জনক। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

 

আটক দুই ফকিরের নাম ইসমাইল ও ইমরান শেখ। সম্পর্কে তারা সহোদর। ২৪-২৫ বছর বয়সি দুই যুবক হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নের বিছরগ্রাম বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

 

মেমানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য লিটন গাজী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাসেল দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। স্থানীয়দের ধারনা ছিল তার ওপরে জিনের আসর করেছে। এজন্য জিন ছাড়াতে সোমবার দুপুরের পরে ইসমাইল শেখ ও ইমরান শেখ নামের দুজন ফকিরকে ডেনে আনে রাসেলের স্বজনরা।

তিনি আরও বলেন, ‘জিন ছাড়ানোর নামে ঝাড়ফুঁকের এক পর্যায়ে রাসেলের গলা টিপে ধরে দুই ফকির। এতে রাসেল জ্ঞান হারিয়ে ফেললে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী টেকের বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

 

এসময় গ্রাম্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্থানীয়রা দুই ভন্ড ফকিরকে আটক করে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ফকিরকে তাদের হেফাজতে নেয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক বিন ইসলাম রাসেল বলেন, ‘জিন ছাড়াতে গিয়ে যুবককে গলাটিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত দুই ফকিরকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ বা মামলা হয়নি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ