ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মে ১৫, ২০২৩
বরিশাল নগরীর হাসপাতাল রোড থেকে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নাসহ সাত নেতাকর্মীকে গ্রেফতারের সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মহানগর আওয়ামী লীগ। নগরীর বিবিরপুকুর পাড়ে আওয়ামী লীগের কার্যালয়ে সোমবার বেলা সাড়ে ১১টায় এই সম্মেলন হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর।
নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের তিন কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ দায়ের হওয়া মামলায় তাদের গ্রেফতার দেখিয়েছে পুলিশ। গ্রেফতার এই সাত জনের বাইরেও কাউনিয়া থানা পুলিশ আরও তিন জনকে গ্রেফতার করেছে। এছাড়া র্যাব-৮ তিনজনকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। গ্রেফতার নেতাকর্মীরা সবাই বর্তমান সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহর অনুসারী।
লিখিত বক্তব্য জাহাঙ্গীর বলেন, মান্না ঘটনাস্থলেতো দূরে থাক; দুই কিলোমিটারের মধ্যেই ছিলো না। এই ঘটনা সম্পর্কিত কোন ভিডিও ফুটেজও কেউ উপস্থাপন করতে পারেননি। তাই আমরা মহানগর আওয়ামী লীগ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। পাশাপাশি ঘটনার নিরপেক্ষা তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি।
উল্লেখ্য, রোববার রাত পৌঁনে ৯টার দিকে নগরীর কাউনিয়ায় নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের তিন কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এরপর রাত ১২টার দিকে নগরীর হাসপাতাল রোড থেকে ০৭ নেতাকর্মী ও পরে আরও তিনজনকে আটক করে কাউনিয়া থানা পুলিশ। এছাড়া সোমবার আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশে দিয়েছে র্যাব-৮।
সোমবার সকালে এই ঘটনায় কাউনিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী মনা আহমেদ। এই মামলায় ১৩ জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এই মামলায় ২১ জনের নামোল্লেখসহ ৪০-৫০ জন অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। মামলায় নৌকার কর্মী মামলার বাদী মনার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি ও পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করলে জখম করার অভিযোগ করা হয়েছে।
বাকি দুইজনকে লোহার রড ও হকস্টিক লাঠি দিয়ে মারধর করে জখম করে। আহতরা সবাই বরিশাল সিটি নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের কর্মী। নিয়মিত নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ায় এই হামলা করা হয়েছে বলে মামলায় অভিযোগ তোলা হয়েছে। আদালতের মাধ্যমে গ্রেফতার ব্যক্তিদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক