বরিশাল

বরিশালে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

By admin

July 09, 2023

 

বরিশালে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় নগরের কাশিপুর এলাকার সুরুভী পেট্রলপাম্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে বরিশালের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে ফেরার পথে বাসের সিটে বসা কেন্দ্র করে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের অনুসারীদের সঙ্গে ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান মোল্লার কর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়।

 

 

এ ঘটনার জেরে বাসটি সন্ধ্যা ছয়টার দিকে কাশিপুর এলাকায় পৌঁছালে ইমরান মোল্লার অনুসারীরা অসীম দেওয়ানের অনুসারীদের ওপর অতর্কিত হামলা চালান। সেখানে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটে। পরে বিমানবন্দর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

 

হামলার বিষয়ে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান রাত ১০টার দিকে বলেন, ‘সামান্য ঘটনাকে কেন্দ্র করে কাশিপুর এলাকায় সন্ধ্যায় বাস থামিয়ে আমাদের নেতা-কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়েছে। এতে দুই পক্ষে মারামারিতে ১৫ জনের মতো আহত হয়েছেন। হামলাকারীরা ওই এলাকায় লাঠিসোঁটা নিয়ে ওত পেতে ছিল।’

 

 

এ ব্যাপারে ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান মোল্লার ভাষ্য পাওয়া যায়নি।

 

 

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দীন রাত সাড়ে ১০টায় বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কোনো পক্ষই থানায় কোনো লিখিত অভিযোগ করেনি। পরিস্থিতি শান্ত রয়েছে।’