ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১
বরিশালের বাকেরগঞ্জে এক ব্যক্তির বিরুদ্ধে তার ভাতিজিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার চরামদ্দি ইউনিয়নের একটি গ্রামে রোববার বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি সোমবার জানাজানি হয়।
অভিযুক্ত ওই ব্যক্তি শিশুটির প্রতিবেশী ও তার বাবার চাচাতো ভাই। শিশুটি স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে।
শিশুর বাবা বলেন, ‘তরকারি কাটানোর কথা বলে আমার মেয়েকে বাড়িতে ডেকে নেয় আমার চাচাতো ভাই। তার ঘরে কেউ না থাকার সুযোগে আমার মেয়েকে ধর্ষণ করে ও। ঘরে ফেরার পর মেয়েটার রক্ত পড়া দেখে সন্ধ্যায় আমরা ওরে শের-ই-বাংলা মেডিক্যালে নিয়ে যাই।’
তিনি জানান, চিকিৎসক জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তিন ব্যাগ রক্ত প্রয়োজন শিশুটির। রক্ত সংগ্রহের জন্য চেষ্টা করছেন দিনমজুর এই বাবা।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘অসুস্থ অবস্থায় ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। তবে পরীক্ষা করার পরই জানা যাবে শিশুটির সঙ্গে কী হয়েছে।’
বাকেরগঞ্জ থানার পরিদর্শক সত্যরঞ্জন খাসকেল বলেন, ‘আমরা লোকমুখে ধর্ষণের ঘটনা ও শিশুটিকে হাসপাতালে ভর্তি করার কথা শুনেছি। তবে ওই শিশুর পরিবারের কেউ এখনও থানায় কিছু জানায়নি। তারা কোনো অভিযোগ জানালে বিষয়টি খতিয়ে দেখা হবে।’
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক