ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫
বরিশালের বাকেরগঞ্জে আসমা আক্তার (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জুন) রাতে উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আসমা আক্তার ওই এলাকার আবুল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঘরে হঠাৎ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ হাসান মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ থানায় নিয়ে যায়। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড। ঘটনার পেছনে পারিবারিক বিরোধ, জমি সংক্রান্ত দ্বন্দ্ব বা অন্য কোনো কারণ রয়েছে কি না তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
ওসি আরও বলেন, নিহতের মরদেহ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক