বরিশাল

বরিশালে ইয়াবাসহ দুই যুবক আটক

By admin

May 31, 2023

 

বরিশাল নগরে অভিযান চালিয়ে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

 

মঙ্গলবার (৩০ মে) বিকেলে নগরের ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দার সিএন্ডবি রোডের এক নম্বর পুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

 

আটকরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই গ্রামের হেমায়েত সরদারের ছেলে নাইম সরদার (২১) ও একই এলাকার বাসিন্দা সুবাহান সরদারের ছেলে ইমন সরদার (২৩)।

 

 

বিষয়টি নিশ্চিত করে অভিযানের নেতৃত্বে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, আটকদের নামে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিদর্শক ইসতিয়াক হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।