বরিশাল

বরিশালে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

By admin

April 17, 2023

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: বরিশালের বাবুগঞ্জে ৫ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

 

 

রোববার (১৬ এপ্রিল) সন্ধায় জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুর বেইলি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।

 

 

আটক ব্যক্তিরা হলেন- বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের শহীদ প্যাদার স্ত্রী সানজিদা আফরিন (২৬) ও মৃত আব্দুল মজিদ ফরাজীর ছেলে মোহাম্মদ জহিরুল ইসলাম (৪৪)।

 

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক এনায়েত হোসেন বলেন, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ উপজেলার আগরপুর বেইলি ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এস আই ইশতিয়াক। অভিযান চলাকালীন সময় দুই মাদক কারবারিকে দেখে সন্দেহ হলে তার হাতে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। পরে তার হাতের ব্যাগ তল্লাশি করে ৫টি প্যাকেট থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের অপর এক সহযোগী মোহাম্মদ শহীদ পেদা পালিয়ে যায়।

 

 

 

এনায়েত হোসেন বলেন, আটক ও পলাতক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।