ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: বরিশালে কৃত্রিম রং ও ইটের গুঁড়া মিশিয়ে মরিচের গুঁড়া তৈরির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিএসটিআইয়ের উপপরিচালক মো. জাকির হোসেন মিয়া।
তিনি জানান, জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় নগরীর হাটখোলা মরিচপট্টি রোডের মেসার্স খান স্টোরে অভিযান চালনো হয়। অভিযানে সেখানে কৃত্রিম রং ও ইটের গুঁড়া মিশিয়ে মরিচের গুঁড়া উৎপাদনের বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এ ছাড়া অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে কৃত্রিম রং ও ইটের গুঁড়া মেশানো পাঁচ মণ মরিচের গুঁড়া বিনষ্ট করা হয়।
বরিশাল/নবকন্ঠ২৪
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক