ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: আদালতে মিথ্যা তথ্য উত্থাপন করায় এক মামলার বাদীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন বরিশাল যুগ্ম জেলা ও দায়রা জজ শিবলী নোমান খান।
রোববার (২ এপ্রিল) মামলা আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল ফয়সাল। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী চার্চিল হোসেন।
জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার পোড়াচিনি এলাকার জয়নাল আবেদিনের ছেলে খলিল আকন্দ ও মজিবর আকন্দের একই এলাকার ৫১নং খতিয়ানের ২ একর ৭১ শতাংশ জমি নিয়ে স্থানীয় একটি পক্ষের মামলা চলছিল। ওই মামলায় আদালতের নির্দেশনা মোতাবেক খলিল আখন্দ ও মজিবর রহমান আদালতে ২০২২ সালের ৩০ আগস্ট দলিলের একটি ছোলেনামা উত্থাপন করেন।
১৯৬১ সালের দাখিলকৃত ওই কাগজ জাল তৈরি করে আদালতে উত্থাপন করে মামলার বাদী। আদালতের পর্যালোচনায় উঠে আসে ১৯৬১ সালের পোড়াচিনি মৌজার ৫১নং খতিয়ানে ৯৩২৬ নম্বর দলিলের অস্তিত্ব নেই।
আদালতে ভুল তথ্য উত্থাপন করায় খলিল আকন্দ ও মজিবর আকন্দর বিরুদ্ধে ফৌজদারী অপরাধের অভিযোগ এনে মামলা করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক