বরিশাল

বরিশালে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক অধ্যক্ষ কারাগারে 

By admin

November 21, 2022

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় বরিশাল নগরের বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিকুঞ্জ বিহারী দেবনাথকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

 

 

রোববার (২০ নভেম্বর) কলেজে দায়িত্বরত অবস্থায় ১৭ লাখ ৭৭ হাজার ৯৬২ টাকা আত্মসাতের মামলায় নিকুঞ্জ বিহারী দেবনাথ বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।  বাদী পক্ষের আইনজীবী আনিছ উদ্দিন শহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

আদালত সূত্রে জানা গেছে, নিকুঞ্জ বিহারী দেবনাথ ও বর্তমান হিসাব সহকারী কাম হিসাবরক্ষক নিরঞ্জন চন্দ্র দেবনাথের বিরুদ্ধে গত ২৪ জুলাই কলেজের বর্তমান অধ্যক্ষ মো. আবুল কাসেম মেট্রোপলিটন ম্যাজিস্টেট আমলি আদালতে মামলা দায়ের করেন।

 

 

মামলায় উল্লেখ করা হয়, কলেজের সাবেক উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিকুঞ্জ বিহারী দেবনাথ (৬৪) ও নিরঞ্জন চন্দ্র দেবনাথ (৫৪) পরস্পর যোগসাজশে অবৈধ উপায়ে বিভিন্ন সময়ে ১৭ লাখ ৭৭ হাজার ৯৬২ টাকা আত্মসাৎ করেন।

 

 

কলেজের গভর্নিং বডি কর্তৃক গঠিত অডিট কমিটি ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর অভ্যন্তরীণ পুনঃঅডিট প্রতিবেদনে এ টাকা আত্মসাতের চিত্র তুলে ধরেন। এ সময় আসামিরা গভর্নিং বডির সভায় উপস্থিত হয়ে আত্মসাৎকৃত টাকা পরিশোধের জন্য মৌখিকভাবে অঙ্গীকার করেও টাকা জমা না দিয়ে বার বার ওয়াদা করতে থাকেন।

 

 

পরবর্তীতে কলেজ অধ্যক্ষ ২০২২ সালের ১৯ মে লিগ্যাল নোটিশ ও পরবর্তীতে আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিকুঞ্জ বিহারী দেবনাথ আদালতে জামিন আবেদন করলে বিচারক তা বাতিল করে কারাগারে পাঠান।