বরিশাল

বরিশালে অজ্ঞান পার্টির মূল হোতাসহ গ্রেপ্তার ২

By admin

November 01, 2022

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে অজ্ঞান পার্টির মূল হোতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরের রুপাতলীতে র‍্যাব-৮ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

 

সংবাদ সম্মলনে বরিশাল র‍্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহামুদুল হাসান বলেন, সাম্প্রতিক সময়ে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় বেশকিছু বাসের যাত্রী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার ঘটনার বিষয়ে অনুসন্ধান চালায় এবং এধরণের অপরাধ সংক্রান্ত তথ্য সংগ্রহ শুরু করি।

 

 

এঘটনায় ঝালকাঠি বাস স্ট্যান্ড এলাকায় একজন ডাব বিক্রেতাকে সন্দেহজনকভাবে নজরদারিতে রাখে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর দুপুর ২টার দিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে বরিশাল নগরীর কোতোয়ালি থানাধীন রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় আলী এন্টারপ্রাইজ নামক বাস থেকে র‍্যাব-৮ অজ্ঞান পার্টির মূল হোতা মো. সোহাগ ঘরামীকে (৪০) গ্রেপ্তার করে।

 

 

গ্রেপ্তারকৃত সোহাগ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ফজলু ঘরামীর ছেলে। জানা যায়, গত ৩১ অক্টোবর ভিকটিম বরিশালের উজিরপুর উপজেলার চানচুড়িয়া গ্রামের মো. ইদ্রিসের রহমানের ছেলে মো. রবিউল ইসলাম তার নানীর কাছ থেকে বাবার চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা নিয়ে বাসায় যাওয়ার পথে ঝালকাঠি বাস স্ট্যান্ড থেকে দুপুর পৌনে ১টার দিকে আলী এন্টারপ্রাইজ নামক বাসে উঠলে মেডিসিন মেশানো ডাবের পানি খাওয়ায়।

 

 

পরবর্তীতে ভিকটিম মো. রবিউল ইসলাম অজ্ঞান হয়ে পড়ে। এসময় আসামি সোহাগ ঘরামীর সহযোগী ভিকটিম মো. রবিউল ইসলামের পকেটে থাকা নগদ টাকা হাতিয়ে নেয় এবং র‍্যাব-৮ এর একটি আভিযানিক দল আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করে।

 

 

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করে ভিকটিমকে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নেওয়া হয়।

 

 

জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার ১১টার দিকে র‍্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল ঝালাকাঠি জেলার রাজাপুর এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির মূল হোতা মো. সোহাগ ঘরামীর (৪০) প্রধান সহযোগী বিপ্লব অধিকারীকে (৪০) গ্রেপ্তার করে।

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ হতে আরও সহযোগীদের তথ্য পাওয়া গেছে। যার প্রেক্ষিতে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে। গ্রেপ্তারকৃতদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।