বরিশাল

বরিশালে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই

By admin

June 18, 2023

 

বরিশাল নগরীর গগনগলির একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি বসতঘর পুরোপুরি এবং বেশ কয়েকটি বসতঘর আংশিক পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

 

শনিবার (১৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

ক্ষতিগ্রস্তরা জানান, হঠাৎ করেই দোকানি মোসাম্মৎ সানির ঘর থেকে ধোয়া উঠতে দেখে তারা বাইরে বেরিয়ে আসেন। কিন্তু ততক্ষণে আশপাশে হীরা, সাকিল মৃধা, আলামিন, কালামসহ অন্যান্যদের ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

 

 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিশ্চিত নয়। তদন্ত করে জানা যাবে।