বরিশাল

বরিশালের সাবেক মেয়র কামালের হাইকোর্টে জামিন

By admin

June 15, 2021

 

 

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির নেতা আহসান হাবিব কামালকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৫ জুন) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

 

আদালতের আদেশর বিষয়টি নিশ্চিত করেছেন আহসান হাবিব কামালের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

 

গত বছরের ৯ নভেম্বর ৪৫ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক মেয়র আহসান হাবিব, সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলামসহ পাঁচজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেন বিভাগীয় বিশেষ জজ আদালত। একই সঙ্গে আদালত সাবেক মেয়র ও জাকির হোসেন নামের এক ঠিকাদারকে ১ কোটি টাকা করে জরিমানা করেন।