ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১
বরগুনায় প্রথম নারী সিভিল সার্জন হিসেবে যোগ দিয়েছিলেন ডা. মারিয়া হাসান। এক বছরের ব্যবধানে এবার বরিশাল জেলায় প্রথম নারী সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। ডা. মারিয়া হাসান বরিশাল বিভাগের প্রথম নারী সিভিল সার্জন।
বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা শহিদুল ইসলাম জানিয়েছেন, ডিসেম্বর মাসে বরিশালে যোগ দিতে পারেন ডা. মারিয়া হাসান। বর্তমানে তিনি বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের একটি মিটিংয়ে বরিশালেই রয়েছেন।
বরিশাল সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ডা. মারিয়া হাসানকে বরিশাল জেলায় সিভিল সার্জন পদে নিযুক্ত করা হয়। স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত আদেশে তাকে পদায়ন করা হয়।
এর আগে অক্টোবর মাসে বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেনকে উপ-পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। ডা. মনোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত আমাকে নতুন কর্মস্থলে যুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়নি। হয়তো শিগগিরই নতুন কর্মস্থল সর্ম্পকে জানাবে মন্ত্রণালয় থেকে।
জানা গেছে, ডা. মারিয়া হাসানের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তার স্বামীর বাড়ি বরিশালে। এর আগে তিনি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক