বরিশালসহ ৬ মহানগরে সমাবেশ করবে বিএনপি

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১

বরিশালসহ ৬ মহানগরে সমাবেশ করবে বিএনপি
নিউজটি শেয়ার করুন

 

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দেশের ছয় মহানগরে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

 

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আজ শুক্রবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার। এ সময় ছয় সিটিতে বিগত নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের মধ্যে পাঁচজন উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান সরোয়ার বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি বরিশাল, ২৮ ফেব্রুয়ারি খুলনা, ১ মার্চ রাজশাহী, ৩ মার্চ ঢাকা উত্তর এবং ৪ মার্চ ঢাকা দক্ষিণ সিটিতে সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

 

মজিবুর রহমান সরোয়ার বলেন, এসব সমাবেশের আয়োজন করবে ছয় সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, প্রকৌশলী ইশরাক হোসেন, তাবিথ আউয়াল, ডা. শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মজিবুর রহমান সরোয়ার।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ