বরিশাল

বরিশালসহ বিভিন্ন অঞ্চলে আরও তিনদিন থাকবে শৈত্য প্রবাহ

By admin

December 20, 2020

 

দেশের বিভিন্ন অঞ্চল দিয়ে বয়ে চলা চলমান শৈত্য প্রবাহ আরও তিনদিন চলতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

 

রোববার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উত্তরাঞ্চলসহ সীতাকুণ্ড, গোপালগঞ্জ, ফেনী, পাবনা যশোর, বরিশাল ও ভোলা অঞ্চলসমূহের ওপর দিয়ে বয়ে চলা মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে। পরবর্তী তিনদিন এই অবস্থা স্থিতিশীল থাকতে পারে। সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকতে পারে।

 

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাট ও পঞ্চগরের তেতুলিয়ায় ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

সোমবার সূর্যোদয় হবে সকাল ৬টা ৩৬ মিনিটে ও অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে।