বরগুনা

বরগুনা হাসপাতালে অক্সিজেন উৎপাদন শুরু

By admin

February 23, 2022

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ বরগুনা জেনারেল হাসপাতালে অক্সিজেন জেনারেটর প্লান্ট স্থাপন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে অক্সিজেন উৎপাদন শুরু হয়েছে। এখন থেকে প্রতিদিন বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণের মাধ্যমে এবং বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদন সম্ভব হচ্ছে; যার ফলে অক্সিজেন সরবরাহ সার্বক্ষণিক নিশ্চিত হবে।

 

বরগুনা জেনারেল হাসপাতালে অক্সিজেন জেনারেটর প্লান্ট সম্পন্ন অক্সিজেন উৎপাদন শুরু হয়েছে। হাসপাতালের একটা গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ হবে। এখন থেকে সিলিন্ডার ভরে অক্সিজেন ঢাকা কিংবা বরিশাল থেকে আনতে হবে না।

 

বরগুনা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. সোহরাব উদ্দিন বলেন, এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে হাসপাতালের পক্ষ হতে কৃতজ্ঞতা জানাই।

 

তিনি আরও বলেন, কাজ আরও আগে করতে পারলে করোনার সময় রোগীদের বেশি উপকার হতো। তাছাড়া মুমূর্ষু রোগীদের সব সময় অক্সিজেন দরকার।

 

ডা. সোহরাব উদ্দিন বলেন, ৫০০ লিটার অক্সিজেন প্রতিদিন আমাদের প্রয়োজন হয় না। যদি বাইরের হাসপাতাল থেকে সিলিন্ডার নিয়ে আসে অক্সিজেন ভরে দেওয়ার সক্ষমতা আমাদের আছে। সরকারি পৃষ্ঠপোষকতায় এ প্লান্টটি বিদেশি একটি কোম্পানি করেছে।