ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২২
বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যামান কমিটি বিলুপ্ত করে শুক্রবার থেকে বরগুনা ও পিরোজপুরে আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু, সদস্য আবুল কালাম আকন্দ এবং বরগুনা জেলার আহবায়ক মাহবুব আলম ফারুক মোল্লা, যুগ্ম আহবায়ক এ জেড এম সালে ফারুক, এডভোকেট নুরুল আমিন, তালিমুল ইসলাম পলাশ, সদস্য সচিব তারিকুজ্জামান টিটুকে নির্বাচিত করে এই অনুমোদন দেওয়া হয়।
আহবায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাব কেন্দ্রে পাঠাবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক