বরগুনা

বরগুনা

বরগুনায় ৯ ঘন্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু

By admin

November 29, 2020

 

বরগুনায় ৯ ঘন্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌনে বারোটার দিকে বরগুনা পৌরসভার আমতলা সড়কের মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের ছেলে মীর মোয়াজ্জেম হোসেন নিপুু (৪৭) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

 

তাদের নিকটাত্মীয় আবুল কালাম আজাদ জানিয়েছেন, ছেলের মৃত্যু সংবাদ শুনে রবিবার সকাল আটটায় তার মা মেহেরুন নেছা পারুল (৭০) ঢাকা থেকে বরিশালগামী লঞ্চ গ্রীন লাইনে রওনা হন। পথিমধ্যে সকাল পৌনে নয়টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনিও মৃত্যুবরণ করেন। তিনি ক্যান্সারের রোগী ছিলেন। শনিবারও তাকে কেমো দেয়া হয়েছিল। মা ও ছেলের মরদেহ পাশাপাশি কবরে দাফন করা হবে।