ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১
বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে। সদর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার ভোর রাতে বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি মো: তারিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোররাত ৪টার দিকে গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিপি আক্তার নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরর প্রস্ততি চলছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক