বরগুনা

বরগুনায় হিজড়ারা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

By admin

February 14, 2022

 

বরগুনায় হিজড়া(ট্রান্সজেন্ডার) সম্প্রদায়ের দুজনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ছাগল উপহার দিয়েছে জেলা প্রশাসন। এছাড়াও জেলার আরও ৩০ জন হিজড়াকে দেওয়া হবে সরকারি ঘর।

 

রোববার( ১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে ছাগল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।

 

আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া শারমিন, বেতাগী পৌর মেয়র গোলাম কবির অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মেহেদি হাছান, সহকারী কমিশনার মেহেদী হাসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কর্মকর্তা জিয়াউর রহমান।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অবহেলিত এই হিজড়ারা৷ তারা কারো কোনো সহযোগিতা পান না। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের স্বচ্ছলতার জন্য ছাগল বিতরণ করা হয়। এছাড়াও গৃহহীন হিজড়াদের প্রত্যেকে বসত ঘর পাবেন।