এপ্রিলে সড়ক দুর্ঘটনায় ৫৮৮ জনের প্রাণহানী

বরগুনা

বরগুনায় সড়ক দূর্ঘটনায় টমটম চালক নিহত

By admin

April 27, 2022

 

বরগুনার সদর উপজেলার গৌরিচন্না বাজারে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সড়ক দূর্ঘটনায় সবুজ(২৮) নামের এক টমটম চালক নিহত এবং তার সহযোগী আহত হয়েছে।

 

বরগুনা থানার এসআই মিহির জানান, গৌরিচন্না বাজারে টমটম ও অটোরিকশার মধ্য দ্রুত গতির প্রতিযোগীতায় টমটম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ঢালে পড়লে চালক সবুজ ছিটকে পড়ে জ্ঞান হারায়।স্হানীয়রা তাকে উদ্বার করে বরগুনা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

 

এঘটনায় টমটমের চালকের সহযোগী আহত হয়। পুলিশ টমটমটিকে জব্দ করেছে। অটোরিকশা দূর্ঘটনার পর দ্রুত পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এই ঘটনায় বরগুনা থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।