বরগুনা

বরগুনায় স্বামীকে অজ্ঞান করে স্ত্রীকে ধর্ষণ

By admin

October 27, 2020

 

বরগুনা : বরগুনার পাথরঘাটায় কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাইয়ে অজ্ঞান করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাত ৮ টার দিকে ওই গৃহবধূ তার স্বামী চানমিয়াকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

 

নির্যাতিতা গৃহবধূ জানান, উপজেলার কাকচিড়া ইউপির মাঝের চরে স্বামীকে নিয়ে তিনি বসবাস করেন। রোববার রাত ১০ টার দিকে বিষখালী নদীতে খেয়াপার হয়ে যাবার আগে সুলতান, কামাল ও মজনু তার স্বামীকে পরিকল্পিতভাবে পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ালে তার স্বামী অজ্ঞান হয়ে পড়ে। তার স্বামীকে খেয়াঘাটে রেখে তিনজন তার ঘরে আসে এবং বাকি দুইজনের সহযোগিতায় সুলতান তাকে যৌন নির্যাতন করে। অজ্ঞান অবস্থায় লোকজন তার স্বামীকে বাড়ি নিয়ে আসে।

 

গৃহবধূ আরো জানান, সোমবার তার পরিবারের পক্ষ থেকে পাথরঘাটা থানায় অভিযোগ করলে ওসি অভিযোগ না নিয়ে আবার এ ধরণের ঘটনা হলে তাকে জানাতে বলে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়।

 

ওই গৃহবধূর ভাসুরের স্ত্রী জানান, সোমবার সকাল ১১ টার দিকে দেবরের স্ত্রী ও দেবরকে নিয়ে পাথরঘাটা হাসপাতালে যাই। হাসপাতাল থেকে থানায় যাবার জন্য বললে তারা থানায় গিয়ে অভিযোগ করতে চাইলে ওসি তাদের অভিযোগ নেয়নি।

 

পাথরঘাটা থানার ওসি সাহাবুদ্দিন আহমেদ বলেন, থানায় আমরা লিখিত অভিযোগ দিতে বলেছি। কিন্তু তারা অভিযোগ না দিয়ে চলে যায়।