ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
বরগুনা : বরগুনায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেতাগী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় টাউন ব্রিজ সংলগ্ন এলাকার তাদের বাসায় ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ইশরাত জাহান নেহার (১৫) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় টাউন ব্রিজ এলাকার রুমা আক্তারের মেয়ে। ইশরাত বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে বেতগী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু জানান, ওই বাসায় মা ও মেয়ে দু’জনই থাকত। “রোববার খুব সকালে মা রুমা আক্তারের কান্না ও চিৎকারে প্রতিবেশীদের ঘুম ভেঙেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।” ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করেছে পুলিশ। থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেন তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক