বরগুনা : বরগুনা জেলার তালতলী উপজেলা পূর্ব গাবতলী গ্রামের সুবাস সমাদ্দার এর ছেলে শংকর সমাদ্দার কে গ্রেফতার করেছে বরগুনা গোয়েন্দা পুলিশ।
জানা যায় রোববার দুপুর একটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বরগুনা সদর থেকে ডিবি গোয়েন্দা পুলিশ এর জাকির হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বরগুনা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ খন্দকার জাকির হোসেন বলেন, মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি সুবাস অনেকদিন গা-ঢাকা দিয়েছিলেন গোপন সংবাদের ভিত্তিতে তাকে বরগুনা সদর থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হবে।