বরগুনায় যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ আটক

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

বরগুনায় মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে নুর মোহাম্মদ (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৫টায় বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

 

অভিযোগে জানা যায়, অভিযুক্ত নুর মোহাম্মদ চার শিশুকে শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশলে যৌন হয়রানি করে আসছিলেন। বিভিন্ন সময় ওই শিশুদের প্রায়ই মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখিয়ে যৌন কাজে প্রলুব্ধ করারও চেষ্টা করতেন। কখনো চকলেট চানাচুর খাইয়ে অশ্লীল ছবি দেখাতেন তিনি।

 

বৃহস্পতিবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে ওই শিশুদের আবারো চকলেট চানাচুর খাওয়ানোর কথা বলে কাছে ডেকে নিয়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুদের যৌন হয়রানি করে। শিশুরা টের পেয়ে দৌড়ে বাড়িতে গিয়ে বিষয়টি তাদের অভিভাবকদের জানায়। শনিবার দুপুরে অভিভাবকরা বরগুনার পুলিশ সুপারের কাছে নুর মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ করেন।

 

পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক বরগুনা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসানকে বিষয়টি দেখতে বলেন। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অশ্লীল ভিডিও দেখিয়ে চার শিশুকে যৌন হয়রানির অভিযোগে নুর মোহাম্মদ নামের একজনকে আমরা আটক করেছি। জিজ্ঞাসাবাদে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

 

বরগুনা থানায় একজন অভিভাবক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। রোববার বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহবুব আলমের আদালতের মাধ্যমে অভিযুক্ত নুর মোহাম্মদকে কারাগারে পাঠানো হয়েছে।

 

বরগুনা থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ