বরগুনা

বরগুনা

বরগুনায় মৌমাছির আক্রমণে নারী ও শিশুসহ আহত ১৫

By admin

February 02, 2022

 

বরগুনার সদর উপজেলায় মৌচাকে ঢিল ছোড়ায় মৌমাছির আক্রমণে শিশু ও নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা গ্রামের মুক্তিযোদ্ধা পল্লীতে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন-দক্ষিণ খেজুরতলা এলাকার লিয়া (১৩), সাংবাদিক মহিউদ্দিন অপু (২৪), কুমরাখালি গ্রামের নাজমা (১৩), বরইতলা গ্রামের শিমু (১৩), লাকুরতলা গ্রামের মরিয়ম বেগম (৩৫) ও টাউনহল সড়কের আফরোজা (২৭)। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। আতহদের মধ্যে লিয়া ও মহিউদ্দিন অপুকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

আহত মহিউদ্দিন অপু বলেন, বিকেলে সংবাদ সংগ্রহ করে ওই এলাকা দিয়ে ফিরছিলাম। এসময় পথে মৌমাছির আক্রমণের শিকার হই। হঠাৎ চারদিক থেকে মৌমাছির আক্রমণে আত্মরক্ষার সুযোগ না পাওয়ায় আহত হয়েছি।

 

স্থানীয়রা জানান, খেজুরতলা এলাকার সুমন ও বারেকের বাড়ির সামনের সড়কের পাশের তেতুলগাছে বাঁধা ওই মৌচাকের দাবি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এই সুযোগে স্থানীয় একাধিক বখাটে প্রায়ই ওই মৌচাকে ঢিল ছোড়ে। এতে একাধিকবার পথচারীরা মৌমাছির কামড়ে আহত হয়েছে।

 

এ বিষয়ে সুমন ও বারেক বলেন, আমাদের মধ্যে মৌমাছির বাসা নিয়ে দ্বন্দ্ব চলছে। যার সুযোগে এলাকার বখাটেরা আমাদের অজান্তে ঢিল ছুড়ছে। না জেনে পথ চলতে গিয়ে পথচারীরা মৌমাছির কামড়ে আহত হচ্ছে।

 

বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মনোয়ারা বেগম প্রভা বলেন, মৌমাছির কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দুইজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।