ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: বরগুনার তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় অপমানে তার মা (৩৫) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১১ মার্চ) রাতে নিহত গৃহবধূর মেয়ে ও স্বামী এ অভিযোগ করেন।
জানা যায়, উপজেলার তালতলীর সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকার আসাদুল হাওলাদার (২৫) একই এলাকার ৮ম শ্রেণি পড়ুয়া এক তরুণীকে (১৩) বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিল। একসময় আসাদুল ওই মেয়েকে ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে প্রেম করতে বাধ্য করেন। একপর্যায়ে আসাদুল গোপনে ওই মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। ভিডিও কলে কথা বলার সময় আসাদুল মেয়ের নগ্ন ছবি রেকর্ড করে রাখেন। এরপর গত ৮ মার্চ মেয়ের মাকে ভিডিও দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন আসাদুল। ওই টাকা একদিনের মধ্যে না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। একদিন অতিবাহিত হয়ে গেলে টাকা না পেয়ে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় আসাদুল, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এতে অপমানে গত বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ব্যাটারির অ্যাসিড পানি পান করেন ওই গৃহবধূ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভুক্তভোগী স্কুলছাত্রী জানায়, আসাদুল আমাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। একসময় আমি তার সঙ্গে কথা বলি। পরে আমাকে ব্ল্যাকমেইল করে নগ্ন হয়ে ভিডিও কলে কথা বলতে বাধ্য করেন। পরে সেই ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি দিয়ে আমার মার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ভিডিওটি ভাইরাল করে দেন। এ লজ্জায় আমার মা আত্মহত্যা করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই। বিচার না পেলে আমিও আত্মহত্যা করবো।
আসাদুলের মা বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। তবে আমার ছেলে যদি এ ঘটনা ঘটিয়ে থাকে তাহলে আমিও তার বিচার চাই।
তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গৃহবধূর মৃত্যুর ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক