বরগুনা

বরগুনায় মায়ের সঙ্গে অভিমান করে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

By admin

March 02, 2022

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ বরগুনার তালতলীতে মায়ের সঙ্গে অভিমান করে বিষপানে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রী উপজেলার পঁচাকোড়ালিয়া বাবুআ লী দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।

 

জানা গেছে, উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের হাঁড়িপাড়া গ্রামের মো. আবদুল হামেদের মেয়ে মাহফুজা আকতার (১৩) পার্শ্ববর্তী পঁচাকোড়ালিয়া বাবুআলী দাখিল মাদরাসার সপ্তম শ্রেণীতে পড়ে। ওই ছাত্রীর মা রাহিমা বেগম বুধবার তাকে মাদ্রাসায় যেতে নিষেধ করে মাহফুজার হাত থেকে বই খাতা রেখে দেন। এতে সে মাদ্রাসায় যেতে না পেরে বাড়িতে আম গাছে দেওয়ার জন্য এনে রাখা বিষপান করে।

 

পরে সে খুবই অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে চিকিৎসা দেওয়ার আগেই মাহফুজা মারা যান।

 

তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, তালতলীর হাঁড়িপাড়া এলাকার এক মাদ্রাসাছাত্রী বিষপান করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে মারা যাওয়ার খবর পেয়েছি। লাশের ময়নাতদন্ত ও ইউডি মামলা পটুয়াখালীতেই হবে বলে জানান তিনি।