বরগুনা

বরগুনায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম

By admin

January 19, 2022

 

বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নে ছোটবোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় জাবের (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে দক্ষিণ বড়লবনগোলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত মো. জাবের হোসেন বুড়িরচর ইউনিয়নের বড় লবণগোলা এলাকার ইমাম হোসেনের ছেলে।

 

এ ঘটনায় জাবেরের মা জানান, তার মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত। স্কুলে যাওয়া আসার পথে দক্ষিণ বড় লবণগোলা এলাকার দুলাল চৌধুরীর ছেলে ইমাম (১৬) তার মেয়েকে (জাবেরের বোনকে) নিয়মিত উত্ত্যক্ত করে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ইমামের সঙ্গে জাবেরের তর্ক হয়। এ সময় জাবেরকে দেখে নেওয়ার হুমকি দেয় সে।

 

মঙ্গলবার বিকাল ৫টার দিকে বরগুনা শহরে আসার পথে ইমাম (১৬) ও তার সহযোগী রিমনসহ কয়েকজন বড়লবণগোলা কড়াতকলের সামনে জাবেরের পথরোধ করে। এ সময় তর্কের একপর্যায়ে ছুড়ি দিয়ে জাবেরের পিঠে ও মাথায় আঘাত করে। পরে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদি হাসান বলেন, এ বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। অভিভাবকদের কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।