এপ্রিলে সড়ক দুর্ঘটনায় ৫৮৮ জনের প্রাণহানী

বরগুনা

বরগুনায় বিআরটিসি বাসের চাপায় বৃদ্ধা নিহত

By admin

April 13, 2022

 

বরগুনার বামনা উপজেলার পূর্ব চালিতাবুনিয়া এলাকায় বিআরটিসি বাসের চাপায় হালিমা বেগম (৭৫) নামে এক পথচারীর নিহত হয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে বরিশাল-পাথরঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা পার্শ্ববর্তী বেবাজিয়াখালী গ্রামের মৃত আব্দুল গনী হাওলাদারের স্ত্রী।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হালিমা সকালে রাস্তা পার হচ্ছিলেন। এসময় বরিশাল থেকে পাথরঘাটাগামী একটি বিআরটিসি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলম জানান, বাসটি পুলিশ হেফাজতে আছে। তবে দুর্ঘটনার পরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।