বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা–মেয়ের। অপর একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
শনিবার (২১ জুন) দুপুর ৩টার দিকে কেওড়াবুনিয়া আটঘর এলাকায় ঢাকা–কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা ইকরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কেওড়া বুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা সোনাখালী এলাকার আজিজুল খান ও তার মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়। আরেক যাত্রীকে হাসপাতালে নেয়ার পরে মৃত্যু হয় তার। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’