বরগুনা

বরগুনায় বাসচাপায় প্রাণ গেলো দুই ভাইয়ের

By admin

November 29, 2022

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: বরগুনার আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া নামক স্থানে বাসচাপায় ভাঙ্গারি ব্যবসায়ী দুই ভাই নিহত হয়েছেন।

 

 

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আমতলী উপজেলার কেওয়াবুনিয়া নামক স্থানে দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর আলম আকন ও তার ছোট ভাই আবদুল্লা আকন উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের ইসরাইল আকনের ছেলে। তারা দুইভাই বরিশালের চানমারী এলাকায় ভাঙ্গারি মালের ব্যবসা করতেন।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

জানা যায়, আমতলী উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের ইসরাইল আকনের ছেলে নূর আলম আকন ও তার ছোট ভাই আবদুল্লাহ আকন দীর্ঘদিন ধরে বরিশালের চানমারী এলাকায় ভাঙ্গারি ব্যবসা করতেন। সোমবার দুপুরে তারা নিজেদের ভ্যান চালিয়ে বরিশাল-আমতলী মহাসড়ক ধরে বাড়ি আসছিলেন। পথে কেওয়াবুনিয়া নামক স্থানে আসা মাত্র সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির রোমার পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভায়ের মৃত্যু হয়।

 

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসটি উদ্ধার করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।