বরগুনা

বরগুনায় বাজারে অগ্নিকান্ড, অর্ধকোটি টাকার ক্ষতি

By admin

November 05, 2020

 

বরগুনা সদর উপজেলার ১০ নং নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া বাজারে অগ্নিকান্ডে ১০ টি দোকান ঘর সম্পূর্ন পুড়ে গেছে।এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।

 

বুধবার দিবাগত রাতে এই দ্যূঘটনা ঘটে।প্রথমিরভাবে ধারনা করা হচ্ছে একটি ফার্মেসীর বিদ্যুৎ সংযোগ থেকে আগুনোর সূত্রপাত হয়।

 

প্রত্যক্ষদর্শীরা ও বাজারের নাইট গার্ড জানান, রাত দুইটার দিকে ফার্মেসী থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। বাজারের ব্যবসায়ী মামুন মিয়া জানান, এক টি ফার্মেসীতে ১৪ লক্ষ টাকার ওষুধ ছিল এছাড়াও ২ টি মুদি দোকান, ৩টি রেষ্টুরেন্ট, সেলুন সহ মোট ১০ টি দোকানের কোন কিছুই রক্ষা পায়নি।

 

বরগুনা ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান রবিউল ইসলাম বলেন, আমরা রাত ২টা ২৫ মিনিটে খবর পাই গর্জনবুনিয়া বাজার ১৮ কিলোমিটার দুরে হবার কারনে যাওয়ার পূর্বেই ১০ টি দোকান পড়ে যায়। বাজারের অন্য দোকান গুলো রক্ষা করা সম্ভব হয়েছে।