বরগুনা

বরগুনায় বাচ্চাসহ গরু জবাই কসাইকে জরিমানা

By admin

January 19, 2022

 

বরগুনার তালতলীতে পেটে ৬ মাসের বাচ্চাসহ গরু জবাই দেওয়ার ঘটনায় কসাই ও গরুর মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হোসেন এ জরিমানা করেন।

 

জানা গেছে, উপজেলার শিকারিপারা গ্রামের মো. হারুন শাহের একটি গরু গত বছরের ১১ নভেম্বর পার্শ্ববর্তী জাফর শিকদার কসাই জবাই করে বিক্রি করেন। জবাইয়ের সময় গরুর পেটে ছয় মাসের একটি বাচ্চা থাকলে তা মাটিচাপা দিয়ে বিষয়টি গোপন রাখে।

 

বিষয়টি জানতে পেরে ভোক্তা অধিকারের এসআই রফিকুল ইসলাম তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হয় এবং মাটিচাপা থেকে বাচ্চাটি উদ্ধার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার গরুর মালিক ও তিন কসাইকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ওই গরুর মাংস কিনেছেন এমন ২৪ জনকে ১ হাজার টাকা করে দেন। আর বাকি ১৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করেন।