বরগুনা

বরগুনায় নানা বাড়িতে দেয়াল চাপায় শিশুর মৃত্যু 

By admin

December 22, 2022

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক ::  বরগুনায় জরাজীর্ণ ভবনের দেয়াল চাপা পড়ে আতিকুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বরগুনা পৌরশহরের ধানসিঁড়ি সড়কে এ ঘটনা ঘটে।  নিহত শিশু আতিকুর রহমান বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের সাদিকুর রহমানের ছেলে।

 

 

স্বজন ও স্থানীয়রা জানান, ধানসিঁড়ি সড়কে নানাবাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল আতিকুর। বুধবার সন্ধ্যার দিকে খেলার সময় ওই বাড়ির জরাজীর্ণ ভবনের একটি দেয়ালে উঠতে গিয়ে দেয়াল ভেঙে তার নিচে চাপা পড়ে আতিকুর। তাৎক্ষনিক শিশুটিকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

বিষয়টি নিশ্চিত করে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশুটিকে মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।