বরগুনা

বরগুনায় দুর্ঘটনায় আহত যুবলীগ নেতার মৃত্যু

By admin

December 22, 2022

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক ::  বরগুনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত স্থানীয় যুবলীগ নেতা আনিসুজ্জামান তুহিন (৩২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সোয়া ৬টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ১৯ নম্বর বেডে তিনি মারা যান।

 

 

গত ১৪ ডিসেম্বর বরগুনা সদর জেলার কড়ইতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হলে আনিসুজ্জামান তুহিনকে প্রথমে বরগুনা জেলা সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। তিনি বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে জেলা যুবলীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

 

নিহতের চাচা অ্যাডভোকেট মইনুল ইসলাম জানান, আনিসুজ্জামান তুহিন বরগুনা সদর জেলার করইতলা এলাকার মো. সুলতান আহমেদের ছেলে। নিহত তুহিন এক ছেলের বাবা। রাজনীতির পাশাপাশি তিনি ঠিকাদারিও করতেন।

 

 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শন মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।